আজকের শিরোনাম :

প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের সার্টিফিকেট দিল গ্রিন ইউনিভার্সিটি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০১৮, ১৮:০২

ঢাকা, ৩১ মে, এবিনিউজ : উচ্চশিক্ষায় পাঠদান পদ্ধতি নিয়ে আয়োজিত টিচিং এ্যান্ড লার্নিং সার্টিফিকেট কোর্সের সনদ বিতরণ করেছে গ্রিন ইউনিভার্সিটি। বিভিন্ন সময়ে প্রশিক্ষণপ্রাপ্ত মোট ৩৩জন শিক্ষককে এই সনদ দেয়া হয়।  গ্রিনের শেওড়াপাড়াস্থ ক্যাম্পাসে আড়ম্বপূর্ণ এই সনদ বিতরণ অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. ইউসুফ মাহবুবুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান, কোষাধ্যক্ষ মো. শহীদ উল্লাহ, ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে কেবল শিক্ষার্থী নয়, শিক্ষকদেরও দক্ষতা অর্জন জরুরি।  এ বিষয়টাকে আমলে নিয়েই প্রত্যেক শিক্ষকের প্রশিক্ষণ গ্রহণ উচিত।

উল্লেখ্য, গ্রিন ইউনিভার্সিটিতে নতুন যোগদানকারী প্রত্যেক শিক্ষককে চার মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে হয়।  বিশ্ববিদ্যালয় সেন্টারের পরিচালনায় উপাচার্য ড. গোলাম সামদানী ফকির এই কোর্স পরিচালনা করেন।

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ