আজকের শিরোনাম :

বির্তক প্রতিযোগীতায় অংশ নিতে কাতার যাচ্ছেন ইবির ৫ শিক্ষার্থী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০১৯, ২১:৫৭

আন্তার্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় যোগ দিতে কাতার যাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫ শিক্ষার্থী। ‘কাতার ফাউন্ডেশনে’র উদ্দ্যোগে আয়োজিত দেশটির রাজধানী দোহায় আগামী ১৬-২০ মার্চ চরদিনব্যাপী এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।  আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ দফতরের এক প্রেস বার্তায় এ তথ্য জানা গেছে।

জানা যায়, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম শামসুল হক সিদ্দিকী নেতৃত্বে ইবির ৫ সদস্যের দলে রয়েছেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আহমাদ মুস্তাইন বিল্লাহ, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের তুহা তরিক, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নিয়ামত উল্লাহ এবং দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আব্দুল কাদের।

কাতার গমন উপলক্ষে বিতার্কিকদের প্রতিনিধিদল গতকাল রোববার সকালে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর সাথে সৌজন্য সাক্ষাত করেন।  এ সময় উপস্থিত ছিলেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. আব্দুল মোত্তালিব প্রমুখ।

এসময় উপাচার্য ড. আসকারী কাতার ফাউন্ডেশনের উদ্দ্যোগে আয়োজিত আন্তর্জাতিক আরবী বির্তক প্রতিযোগীতায় অংশগ্রহনকারী দলের সর্বাঙ্গীন সাফল্য ও মঙ্গল কামনা করেন।

এবিএন/‌অনি আতিকুর রহমান/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ