আজকের শিরোনাম :

রাত পোহালেই ডাকসু নির্বাচন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০১৯, ২২:১৪

প্রায় তিন দশক পর আগামীকাল সোমবার (১১ মার্চ) হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচন।  তাই নির্বাচনকে কেন্দ্র করে উন্মুখ হয়ে আছে পুরো বিশ্ববিদ্যালয় পরিবার।  প্রশাসন বলছে, সব প্রস্তুতি সম্পন্ন, এখন শুধু ক্ষণ গণনার পালা।

চিরচেনা টিএসসি এখন উৎসবের রঙে রঙিন। কারণ সোমবার বহু প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। শিক্ষার্থীরা তো বটেই পুরো বিশ্ববিদ্যালয় পরিবারই মুখিয়ে আছে নির্বাচন নিয়ে।

রবিবার (১০ মার্চ) সকাল থেকেই ১৮টি হলে শুরু হয়ে যায় বুথ তৈরির কাজ। প্রতি ১২০ জন শিক্ষার্থীর জন্য তৈরি হয়েছে একটি বুথ। একজন শিক্ষার্থী ভোট দেবেন ৩৮টি ক্যাটাগরিতে।  আর সে কারণে তারা কমপক্ষে সময় পাচ্ছেন ৭ মিনিট করে। দুপুরের মধ্যে বুথগুলো তৈরির পরপরই শুরু হয় সরঞ্জামাদি বিতরণের কাজ। হলগুলোতে ব্যালট বাক্স ও ব্যালট পেপার বুঝিয়ে দেওয়া হয় হল প্রশাসনকে।

হাজী মোহাম্মদ মুহসীন হল প্রভোস্ট নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‌‘ডাকসুর জন্য একটা বক্স থাকবে এবং হল সংসদের জন্য আরেকটি বক্স থাকবে। ভোটাররা যখন ভোট দিয়ে যাবে তখন আমাদের দুইজন কর্মকর্তা উপস্থিত থাকবে।’

প্রক্টর জানিয়েছেন, সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন থাকছে। এছাড়া রোববার সন্ধ্যা ৬টা থেকে ক্যাম্পাস এলাকায় ঢুকতে পারবেন না বহিরাগতরা।

ঢাবির প্রক্টর গোলাম রব্বানী বলেন, ‘সতর্ক করে দিচ্ছি। কেউ কোনো ধরনের শক্তি প্রর্দশনের মাধ্যমে শৃঙ্খলার অবনতি করতে না পারে, সে জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ নিরাপত্তা বাহিনী সদস্যরা কাজ করছে। নির্বাচন সুন্দর করার জন্য যে কোনো পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত।’

দীর্ঘদিন পর নির্বাচন ঘিরে আশায় বুক বেঁধেছেন শিক্ষার্থীরা।  শিক্ষার্থীরা জানান, ‘আবাসন সংকট বা পানির সংকট, এবং মানসম্মত খাবারের সংকটসহ যে সকল সমস্যা রয়েছে, এই সমস্যা নিরসনের জন্য আমরা যোগ্য প্রার্থীই চাচ্ছি।’ তারা বলছেন, ‘ডাকসুকে দেখে নির্বাচন হোক অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদেও।’ আরেক শিক্ষার্থী জানান, নির্বাচনটা যেন ভালো হয় সেটাই আমরা চাই।

এদিকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন করেছেন ১০ জন শিক্ষক। দীর্ঘ ২৮ বছর নির্বাচনের আশ্বাসেই ঝুলে ছিল ডাকসু। অবশেষে প্রতীক্ষার অবসান শেষ, রাত পোহালেই ভোট। বলা চলে পুরো বাংলাদেশই তাকিয়ে আছে এই নির্বাচনের দিকে।

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ