আজকের শিরোনাম :

ডাকসু নির্বাচনে প্রার্থী চূড়ান্ত হয়নি ছাত্র সংগঠনগুলোর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২১

ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি ছাত্র সংগঠনগুলো। ফলে মনোনয়নপত্র সংগ্রহে তেমন সাড়া মেলেনি প্রথম দিনে। দলীয় সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন ছাত্রলীগের সম্ভাব্য প্রার্থীরা।

এদিকে, নির্বাচনে অংশ নেয়া নিয়েই দোলাচলে ছাত্রদল। সব সংগঠনকে সমান সুযোগ দেয়ার আশ্বাস দিয়েছে হল প্রশাসন।

নির্ধারিত সময় মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রত্যেক হল কার্যালয়ে উপস্থিত হন রিটার্নিং কর্মকর্তারা। কিন্তু প্রার্থীদের দেখা মেলেনি খুব একটা। দলীয় সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন অনেকে। এর মধ্যেও পাওয়া গেলো দু’একজনকে।

প্রার্থীরা বলেন, ‘নিজের জায়গা থেকে অধিকার নিয়ে কাজ করতে পারবো, হল সংসদ থেকে নমিনেশন নিচ্ছি হলের ছাত্রদের জন্য কাজ করবো।’  

হল প্রাধ্যক্ষরা বলছেন, নির্বাচনের সব প্রস্তুতি রয়েছে। হাজী মুহাম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া বলেন, ‘ছাত্রদের মধ্যে নির্বাচন করতে যারা উৎসাহিত তারা কাজ করে যাচ্ছে। যারা প্রার্থী তারাও কাজ করছে।’ 

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জিয়া রহমান বলেন, ‘নির্বাচনের এখনো কিছুদিন সময় আছে, হয়তো আরো কিছুদিন পরে ফরম তুলকে আসবে।’ 

মনোনয়নপত্র বিতরণে একই চিত্র ছিল ছাত্রী হলগুলোতেও। প্যানেল চূড়ান্ত করতে আরো সময় লাগবে ছাত্রলীগের। ছাত্রদল আছে দোলাচলে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সভাপতি বেনজীর হোসেন নিশি বলেন, ‘সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে কিভাবে প্যানেল করবো।’ ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ