আজকের শিরোনাম :

জাতীয় বিজ্ঞান উৎসবে হামদর্দ পাবলিক কলেজের অসামান্য সাফল্য

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব কর্তৃক আয়োজিত ‘৩য় জাতীয় বিজ্ঞান উৎসব-২০১৯’ সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞান উৎসবে ঢাকাসহ সারা বাংলাদেশের শীর্ষস্থানীয় কলেজ ও বিজ্ঞান ক্লাব অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় হামদর্দ পাবলিক কলেজ ২য় স্থান অর্জন করে। 

হামদর্দ পাবলিক কলেজ বিজ্ঞান ক্লাবের প্রজেক্ট-এর নাম ছিল ‘আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স’। 

বিজ্ঞান উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের শিক্ষক প্রফেসর মোহাম্মদ কায়কোবাদ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর শেখ মো. মনজুরুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের সভাপতি খন্দকার ওয়ালীউল্লাহ সাদ।

বিজ্ঞান উৎসবে হামদর্দ পাবলিক কলেজের একাদশ বিজ্ঞান বিভাগের ছাত্র পীযুষ কান্তি রায় পার্থ, তৌফিকুল ইসলাম আশিক, মাহ্দী আকিব ও এম.এ.ওবায়েদ এবং দ্বাদশ বিজ্ঞান বিভাগের ছাত্র ইমন হোসেন ফয়সাল ও সুসাক দাস কাব্য অংশগ্রহণ করে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ