আজকের শিরোনাম :

‘ফ্রি ল্যান্সারদের কোচিং চালাতে কোনো বাধা নেই’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৪

শুধু নীতিমালায় বর্ণিত স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দ্বারা পরিচালিত কোচিং বাণিজ্য অবৈধ বলে জানিয়েছেন হাইকোর্ট। তবে ফ্রি ল্যান্সারদের কোচিং চালানোতে কোনো বাধা নেই বলে নির্দেশনা দেন হাইকোর্ট।

এরআগে, ৭ ফেব্রুয়ারি সরকারি-বেসরকারি স্কুলের শিক্ষকরা কোচিং করাতে পারবেন না বলে রায় দেন হাইকোর্ট।

সোমবার (১১ ফেব্রুয়ারি) সেই রায়ের ব্যাখ্যা দেন আদালত। তবে সরকারি নীতিমালার আলোকে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ১০ জন ছাত্র পড়াতে পারবেন শিক্ষকরা। কোচিং বাণিজ্য নিয়ে ৫টি আলাদা রিটের পরিপ্রেক্ষিতে এ রায় দেন উচ্চ আদালত।

খুরশীদ আলম খান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের যে ব্যাখ্যা দেওয়া আছে কোচিং বাণিজ্য নীতিমালা ২০১২ তে সেই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যদি পড়েন, তাহলে তার কোচিং করা অবৈধ। কিন্তু যিনি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পড়ে না, ফ্রি ল্যান্সার তার কোচিং বৈধ। 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ