আজকের শিরোনাম :

এসএসসি পরীক্ষার সেট কোড ২৫ মিনিট আগে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০১৯, ১৭:৪৭

এসএসসি পরীক্ষার সেট কোড পরীক্ষার ২৫ মিনিট পূর্বে এসএমএস’র মাধ্যমে কেন্দ্র সংশ্লিষ্টদের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমন্ত্রী। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) তিনি এ তথ্য জানান।

দীপু মনি বলেন, পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। প্রশ্নপত্রের সেট কোড কেন্দ্র সংশ্লিষ্টদের ২৫ মিনিট আগে এসএমএস’র মাধ্যমে জানিয়েছে দেয়া হবে। কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষাকেন্দ্রে কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। এছাড়া কোচিং সেন্টার খোলা থাকলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ২ ফেব্রুয়ারি থেকে সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ