আজকের শিরোনাম :

কোনো শিক্ষক অনিয়ম করলে ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০১৯, ১৭:৪৪

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কোনো শিক্ষক পরীক্ষা সংক্রান্ত কোনো অনিয়ম করলে এমপিও বাতিলের পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দিপু মনি।

সচিবালয়ে আগামী ২ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা নিয়ে ব্রিফিং এ হুঁশিয়ারি দেন তিনি। পরীক্ষার সময় কোচিং সেন্টার খোলা থাকলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান দিপু মনি।

তিনি বলেন, পাবলিক পরীক্ষায় বেআইনি কোনো কাজ করলে সে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে পরীক্ষা কেন্দ্র বাতিলের ব্যবস্থা নেয়া হবে। দোষী ব্যক্তি সরকারি প্রতিষ্ঠানের কেউ হলে তাকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হবে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ