আজকের শিরোনাম :

ইকসু গঠনের দাবি : প্রশাসনকে ছাত্রমৈত্রীর স্বারকলিপি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০১৯, ১৭:৩০

ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) গঠন ও নির্বাচনের দাবিতে বিশ^বিদ্যালয় প্রশাসনের কাছে স্বারকলিপি প্রদান করেছে শাখা ছাত্রমৈত্রী। আজ শনিবার বেলা ৩টার দিকে উপাচার্যের নিকট এ স্বারকলিপি প্রদান করে সংগঠনটির নেতা-কর্মীরা।

বিশ^বিদ্যালয় প্রশাসনের পক্ষে এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।

জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোরশেদ হাবিবের নেতৃত্বে স্বারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সহ-সভাপতি আরিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শামিমুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মুতাছিম বিল্লাহ পাপ্পু, অর্থ সম্পাদক শহিদুল্লাহ, প্রচার সম্পাদক মোরশেদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আশিক, আসমা খাতুন, আশিকুর রহমান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইবি প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্র, ইবিসাস’র সভাপতি আব্দুল্লাহ আল ফারুক ।


এ বিষয়ে শাখা সভাপতি মোরশেদ হাবিব বলেন, দীর্ঘ ২৮ বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশের অন্যান্য কলেজ ও বিশ^বিদ্যালয়গুলোতেও ছাত্র সংসদ নির্বাচনের  আলোচনা শুরু হয়েছে।

আমরা শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য ইকসু নির্বাচনের প্রয়োজনীয়তা অনুভব করছি। এ উপলক্ষে ইকসু নির্বাচন সহ মোট আটদফা দাবি নিয়ে প্রশাসন বরাবর স্বারকলিপি প্রদান করেছি।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের অর্ডিনেন্সে ‘ইকসু’ সম্পর্কিত নীতিমালা এখনো পর্যন্ত নেই। তবে ছাত্রদের দাবির সাথে আমরা নীতিগতভাবে একমত। ‘ডাকসু’ নির্বাচন হলে সারা দেশে এর একটা সুবাতাস বইবে, তখন বিষয়টি আমাদের জন্য সহজ হবে।


এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ