আজকের শিরোনাম :

ইউজিসি চেয়ারম্যানের সাথে এডিবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০১৯, ১৬:২৪

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর সাত সদস্যের এক প্রতিনিধি দল আজ (২৪.০১.২০১৯ তারিখ) ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান-এর সাথে ইউজিসি ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। Ms. Gi Soon Song, প্রিন্সিপ্যাল সোশ্যাল সেক্টর স্পেশালিস্ট, এডিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ।

ইউজিসি চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন যে, প্রস্তাবিত এডিবি প্রকল্প আইটি সেক্টরে দেশের মানবসম্পদ উন্নয়নে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নির্বাচিত চারটি বিশ্ববিদ্যালয় আইটি সেক্টরে মানসম্পন্ন গ্রাজুয়েট তৈরি করতে সক্ষম হবে।

Ms. Gi Soon Song তাঁর বক্তব্যে বাংলাদেশে আইটি পেশাজীবীদের সক্ষমতা বৃদ্ধি ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহের অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রস্তাবিত ১০০ মিলিয়ন ইউএস ডলারের এডিবি প্রকল্পের যথাযথ ব্যবহারের উপর গুুত্বারোপ করেন।

প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, সদস্য, ইউজিসি, প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, সদস্য, ইউজিসি, ড. মোঃ খালেদ, সচিব, ইউজিসি, মি. রিওটারো হায়াশি, সোশ্যাল সেক্টর ইকনোমিস্ট, হিউম্যান এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ডিভিশন, সাউথ এশিয়া ডিপার্টমেন্ট, এডিবি, প্রফেসর ড. মো. সিরাজুল হক, সিনিয়র সেকেন্ডারি এডুকেশন স্পেশালিস্ট, এডিবি ও প্রফেসর ড. মো. মোজাহার আলী, কনাসালটেন্ট, এডিবি অন্যান্যের মধ্যে সভায় উপস্থিত ছিলেন।


এবিএন/উজ্জ্বল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ