আজকের শিরোনাম :

চাকসু নির্বাচনের দাবিতে চবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০১৯, ১৮:২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।

আগামী এক মাসের মধ্যে এ নির্বাচন দেওয়ার দাবী জানিয়ে আজ সোমবার বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী চবি বিজয় গ্রুপ এ মাননবন্ধন আয়োজন করেন।

আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন চবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন, সহ-সম্পাদক জাহেদুর রহমানসহ ছাত্রলীগ নেতৃবৃন্দরা।

চবি ছাত্রলীগের সাবেক অর্থ-সম্পাদক জাহেদুল আওয়ালের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে চবি ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর জীবন, ছাত্রলীগ নেতা মো. ইলিয়াস, মো. ফারুখ,মাহফুজুর রহমান, নাছির মিশু অংশগ্রহণ করেন।

মানববন্ধনে ছাত্রলীগ নেতাকর্মীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তা-কর্মচারী সমিতিসহ সকল সংগঠনের নিয়মিত নির্বাচন ও কমিটি গঠিত হলেও দীর্ঘ ২৮ বছর ধরে চাকসুর নির্বাচন হচ্ছে না।

সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারী। দীর্ঘ ২৮ বছর ধরে চাকসু নির্বাচন না হওয়ার ফলে হলগুলোর ছাত্র সংসদও নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে।তাছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের সমস্য, শাটল সমস্যা, যাতায়াত সমস্যা, সেশন জট সমস্যাসহ শিক্ষার্থীদের কোন সমস্যাই সমাধান হচ্ছে না।

তাই আগামী এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল ছাত্র সংগঠনের সাথে আলোচনা করে চাকসু নির্বাচনের ভোটার তালিকা প্রণয়ন করার জোর দাবী জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাকর্মীরা। বেধে দেওয়া সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে কঠোর কর্মসুচি ঘোষণার কথা বলে নেতাকর্মীরা।

মানববন্ধন শেষে আন্দোলনকারীরা বুদ্ধিজীবী চত্বর থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের সামনে উপস্থিত হয়ে চবি উপাচার্যের সাথে সাক্ষাত করে তাদের দাবিগুলো উত্থাপন করে।


এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ