আজকের শিরোনাম :

ইবিতে ‘আধুনিক তাফসীর আল কুরআন’ শীর্ষক পিএইচডি সেমিনার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০১৯, ১৭:১৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘আধুনিক তাফসীর আল কুরআনুল হাকীম: একটি পর্যালোচনা’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে আজ সোমবার সকাল সাড়ে ১১টায় থিওলজি অনুষদের সভাকক্ষে এ পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়।

আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মো: লোকমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ ফ ম আকবর হোসাইন। এসময় প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকীর তত্ত্বাবধানে পিএইচডি গবেষণা করেন মো: উমর ফারুক।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে প্রফেসর ড. মো: লোকমান হোসেন ও আলোচক হিসেবে প্রফেসর ড. নাসির উদ্দীন মিঝি, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবদুল  মালেক, প্রফেসর ড. শামছুল হক ছিদ্দিকী, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রফেসর ড. মো: জাকির হুসাইন।


এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ