আজকের শিরোনাম :

রাবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০১৯, ১৮:২৮

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর  স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।  দিবসটি উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।  পরে এক মিনিট নিরবতা পালন শেষে মোনাজাতে অংশগ্রহণ করেন প্রশাসনের কর্তাব্যক্তিরা ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ বারীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম আবদুস সোবহান , উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান প্রমুখ।

এছাড়াও জাতির স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

উল্লেখ্য, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে চলাকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আটক করে পাকিস্তানি কারাগারে আটক করে রাখে, স্বাধীনতাযুদ্ধ পরবর্তী সময়ে বিভিন্ন দেশের নেতাকর্মী ও সাধারণ মানুষের চাপের ফলশ্রুতিতে ১৯৭২ সালে ৮ জানুয়ারি মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার। অবশেষে ১৯৭২ সালে ১০জানুয়ারি নিজের মাতৃভূমির মানুষের কাছে ফিরে আসেন  স্বাধীন দেশের কর্ণধার।

 এবিএন/উমর ফারুক/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ