আজকের শিরোনাম :

ইউজিসিতে উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধি শীর্ষক কর্মশালা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০১৯, ১৫:৫৪ | আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ১৬:০৫

প্রতিষ্ঠানগত উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধি বিষয়ে দিনব্যাপী এক কর্মশালা আজ (০৬ জানুয়ারী) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ইউজিসি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের এ প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে যাতে সংশ্লিষ্ট সেবা সহজে ও কার্যকরীভাবে গ্রহীতার কাছে পৌঁছায়।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউজিসি সদস্য প্রফেসর প্রফেসর ড. মো. আখতার হোসেন এর সভাপতিত্বে ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা  বেগম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরে ইউজিসি চেয়ারম্যান বলেন, একটি প্রতিষ্ঠানের কর্মকা-কে স্বচ্ছ, গতিশীল ও সহজিকরণের জন্য উদ্ভাবন সামর্থ্য খুবই দরকারি। তিনি ইউজিসি ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধিতে উদ্ভাবনী শক্তি ব্যবহারের ওপর জোর দেন। এছাড়া, প্রাত্যহিক কাজকর্ম তথ্যপ্রযুক্তির মাধ্যমে সম্পাদনের জন্যও আহ্বান জানান।

অনুষ্ঠানে ইউজিসি, এটুআই এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

এবিএন/উজ্জ্বল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ