আজকের শিরোনাম :

ইউজিসি চেয়ারম্যানের কাছে ‘ন্যাশনাল কোয়ালিফিকেশন্স ফ্রেমওয়ার্ক’ হস্তান্তর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৮, ১৭:২৭

‘ন্যাশনাল কোয়ালিফিকেশন্স ফ্রেমওয়ার্ক (কিউএইউ)’ দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ একটি দলিল।  এটি উচ্চশিক্ষার চলমান গতি-প্রকৃতি নির্দেশনার পাশাপাশি শিক্ষায় গুণগতমান নিশ্চিত করবে।

প্রফেসর সঞ্জয় কুমার অধিকারীর নেতৃত্বে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কোয়ালিটি অ্যাসিউরেন্স ইউনিট ‘ন্যাশনাল কোয়ালিফিকেশন্স ফ্রেমওয়াক’ প্রস্তুত করেছে। সংশ্লিষ্ট সকলের সাথে বিস্তারিত আলোচনা করে এ দলিল তৈরি করা হয়েছে।

‘ন্যাশনাল কোয়ালিফিকেশন্স ফ্রেমওয়াক’ এর পরবর্তী কার্যক্রমের জন্য আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ইউজিসি চেয়ারম্যানের কাছে এটি হস্তান্তর করা হয়। এসময় ইউজিসি সদস্য ও এসপিকিউএ এর ইনচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ