এবার শিক্ষিকার মুক্তি দাবিতে ক্লাস বর্জনের ঘোষণা শিক্ষার্থীদের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৮, ১৭:২৯

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার পর একযোগে আন্দোলন করেছিলেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয় অরিত্রীর শ্রেণি শিক্ষক হাসনা হেনাকে।

এবার তার মুক্তির দাবিতে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা আগামীকাল রোববার(৯ ডিসেম্বর) থেকে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে। 

শনিবার (৮ ডিসেম্বর) তৃতীয় দিনের মতো শতাধিক শিক্ষার্থী স্কুলটির প্রধান ফটকের বাইরে তাদের শিক্ষকের মুক্তির দাবিতে বিক্ষোভের পর এ কর্মসূচি ঘোষণা করে। দুপুর পৌনে ১২টার দিকে পরীক্ষা শেষে প্রায় ১০০ শিক্ষার্থী রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুলের সামনে বিক্ষোভ করে। এসময় বেশ কয়েকজন শিক্ষক, অভিভাবক ও স্কুলটির প্রাক্তন শিক্ষার্থী বিক্ষোভে যোগ দেন।

পরে দুপুর দেড়টায় শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে বলেন, হাসনা হেনা মুক্তি না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

অরিত্রীকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে হওয়া মামলায় গত বুধবার হাসনা হেনাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এর পরদিন তাকে আদালতে হাজির করা হলে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ