আজকের শিরোনাম :

ঢাবিতে বিআরটিসি বাসের নিচ থেকে নবজাতক উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৮, ২০:২৭

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কার্জন হলের সামনের সড়কে পার্কিং করা বিআরটিসি বাসের নিচ থেকে এক কন্যা নবজাতককে উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী আনুমানিক একদিন বয়সী ওই নবজাতককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরিচয়হীন শিশুটি সুস্থ রয়েছে বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ।

নবজাতককে উদ্ধারকারী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মো. শাহিন বলেন, কার্জন হল ও জিমনেসিয়ামের মাঝের সড়কে বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা বিআরটিসির বেশ কয়েকটি বাস দাঁড় করানো ছিল। দুপুর দুইটার দিকে তিনি ওই পথে যাওয়ার সময়ে নবজাতককের কান্না শুনতে পান। তিনিসহ কয়েকজন বাসের নিচে ওই শিশুটিকে কাপড় মোড়ানো অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যান।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, উদ্ধার শিশুটিকে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সে আপাতত সুস্থ রয়েছে। তার ওজন প্রায় এক কেজি। শিশুটি কিভাবে সেখানে গেল এবং তার বাবা-মা কে, সে বিষয়ে পুলিশ খোঁজ নিচ্ছে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ