আজকের শিরোনাম :

ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৮, ১৮:৩৬

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মোট ৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 
ভর্তি পরীক্ষা কেন্দ্রগুলো হলো, সরকারি তিতুমীর কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং ইডেন মহিলা কলেজ।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভর্তি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও বাণিজ্য ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামসহ বিশ্ববিদ্যালয় এবং কলেজের জ্যেষ্ঠ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এবছর বাণিজ্য ইউনিটে ৫ হাজার ২১০টি আসনের বিপরীতে ২২ হাজার ৬৭১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। খবর: বাসস

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ