আজকের শিরোনাম :

‘পূর্ণাঙ্গ মানুষ গড়তে কাজ করে ইডিইউ’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৮, ২০:১৩

জনসম্মুখে বক্তৃতা দেয়া কিংবা বিষয়ভিত্তিক উপস্থাপনায় প্রায় শিক্ষার্থীর মধ্যেই জড়তা কাজ করে।  এ সমস্যা কাটাতে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি এরুডিশন (পান্ডিত্য) ক্লাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘পাবলিক স্পিকিং কম্পিটিশন ২০১৮’ শুরু করেছে।

গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে প্রতিযোগিতাটির দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হয়।

এর আগে প্রথম রাউন্ডে রেজিস্ট্রেশন করা ৪০ জন প্রতিযোগীর প্রাথমিক বাছাইয়ের মধ্য দিয়ে গত ১১ নভেম্বর প্রতিযোগিতাটি শুরু হয়। দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ ১০ জন প্রতিযোগীকে নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান বলেন, প্রায়ই দেখা যায় মঞ্চে বক্তব্য দিতে অনেকে হিমশিম খাচ্ছে।  আড়ষ্টতা ও ভয় এ সমস্যার প্রধান কারণ। পাবলিক স্পিকিং কম্পিটিশন শিক্ষার্থীদের মধ্যে উপস্থাপনার অভ্যাস গড়ে তোলে। অভ্যাসই তাদের এ দুর্বলতা কাটিয়ে ওঠার পথে সবচেয়ে বড় পাথেয়।

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি শুধু লেখাপড়া নয়, শিক্ষার্থীদের সুপ্ত সম্ভাবনাগুলো খুঁজে বের করতে কাজ করে। ফলে আমাদের শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ মানুষ হওয়ার পথে কয়েক ধাপ এগিয়ে যায়, এবং এটাই আমাদের লক্ষ্য।

প্রথম রাউন্ডে বিচারক ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রবাল দাশগুপ্ত ও স্কুল অব বিজনেসের প্রভাষক রবিউল হোসেন দোভাষ। ১৪ নভেম্বর দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা শুরু হওয়ার আগে সকাল ১১টায় একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

‘কমিউনিকেটিং ইফেক্টিভলী অন স্টেজ’ শীর্ষক এ ওয়ার্কশপটি পরিচালনা করেন স্কুল অব বিজনেসের লেকচারার রওনক আফরোজ। দ্বিতীয় রাউন্ডে বিচারক ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অনন্যা নন্দী, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আখতারুজ্জামান ও স্কুল অব বিজনেসের লেকচারার তাসমিয়া আনোয়ার।

এবিএন/রাজীব সেন প্রিন্সম/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ