আজকের শিরোনাম :

নবান্ন উৎসবে মাতলো গ্রিন ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীরা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৮, ১৫:৫৬

পিঠাপুলি, মুড়ি-মুড়কি আর বাঙালীয়ানা গান-বাজনায় দিনব্যাপী ‘নবান্ন উৎসব-১৪২৫’ উদযাপন করেছে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীরা।  আজ বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের উদ্যোগে আয়োজিত এ উৎসব উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান, কোষাধ্যক্ষ মো. শহীদ উল্লাহ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম, ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান ক্লাব মডারেটর আব্দুল্লাহ আল হেলাল মাসুম প্রমুখ উপস্থিত ছিলেন।  উৎসবে দুধপালি, গোলাপ পিঠা, ফুল পিঠা, রসবড়া, ঝিনুক, রসমঞ্জুরিসহ দেশের বিভিন্ন অঞ্চলের পিঠা ঠাঁই পায়।

উৎসব উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, সংস্কৃতি শুধু খাওয়া-দাওয়া কিংবা গান-বাজনায় নয়।  সংস্কৃতি হলো ব্যাক্তির আচরণগত পরিবর্তন।  তাই উদার-নৈতিক সমাজ গড়তে অগ্রাহায়ণের এই দিনে আত্মগঠনের বিষয়টিতেও গুরুত্ব দিতে হবে।

উপ-উপাচার্য ড. মো. ফৈয়াজ খান বলেন, অগ্রহায়ণ শুধু উৎসবের নয়, উপভোগ্যের। কারণ, এ মাসেই প্রকৃতি নবরূপে সাজে; আমন ধানের ধুম পড়ে যায় কৃষকের ঘরে ঘরে। অসাম্প্রায়িক ও চিরায়িত এই উৎসবকে জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেন তিনি।

 এবিএন/রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ