আজকের শিরোনাম :

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১১ নভেম্বর শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৮, ২১:২০

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্নান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের হলরুমে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.এ.এইচ.এম মোস্তাফিজুর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মোট আসন সংখ্যা ১১০৫টির বিপরীতে মোট আবেদন পড়েছে ৩ লাখ ৩০ হাজার ২২ জন অর্থাৎ প্রতি আসনের বিপরীতে ৩০ জন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনশিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এএল ইউনিট ১১ নভেম্বর, এপি ইউনিট ১২নভেম্বর, বি ইউনিট ১৩নভেম্বর, সি ইউনিট ১৪ নভেম্বর এবং ডি ইউনিটের পরীক্ষা ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।

এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত রেজিস্টার কৃষিবিদ ড.হুমায়ুন কবীর, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড.নজরুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন সুব্রত কুমার বিশ্বাস, মিডিয়া উপ-কমিটির সভাপতি প্রফেসর ড.রশীদুন নবী, প্রক্টর উজ্জল কুমার প্রধান, শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক নির্মল চন্দ্র সাহা, উপাচার্য দপ্তরের উপ-পরিচালক এস.এম.হাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান প্রমুখ।

এবিএন/মোঃ মঈন উদ্দিন রায়হান/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ