আজকের শিরোনাম :

গ্রিন ইউনিভার্সিটিতে আন্ত:বিশ্ববিদ্যালয় সাহিত্য প্রতিযোগিতা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৮, ১৯:৩২

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘আন্ত:বিশ্ববিদ্যালয় সাহিত্য প্রতিযোগিতা-২০১৮’ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি অডিটোরিয়ামে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। গ্রিন বিশ্ববিদ্যালয়ের রিডিং সোসাইটি এই অনুষ্ঠানের আয়োজন করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গ্রিন ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান, কোষাধ্যক্ষ ও ছাত্রবিষয়ক পরিচালক মো. শহীদ উল্লাহ, ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, সহকারি অধ্যাপক শামিম ম-ল, লেকচারার রাসেল কবির প্রমুখ। রিডিং সোসাইটির সভাপতি আফিফা নাহার ইফা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রতিযোগিতায় ‘নেতা’ নামে ছোটগল্পের জন্য এ আই নাহিদ ও ‘অস্তমিত ইতিহাস’ কবিতার জন্য আরাফাত রানা শ্রেষ্ঠ লেখক নির্বাচিত হন। অনুষ্ঠানে ৫০প্রতিযোগীর মধ্য হতে মোট ৬জন লেখককে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়।

 

এবিএন/মতিউর তানিফ/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ