আজকের শিরোনাম :

চুয়েটে স্থাপত্য বিভাগে ‘তাহাদের গল্প’ শীর্ষক সেমিনার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৮, ১৭:০৮

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্থাপত্য বিভাগের এনভায়রনমেন্টাল ল্যাবের আয়োজনে দেশের উদীয়মান স্থপতিদের অংশগ্রহণে ‘তাহাদের গল্প’ শীর্ষক স্থাপত্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকেলে যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।  

এতে মূল আলোচক হিসেবে কিউবইনসাইড ডিজাইন লিমিটেডর চার কর্ণধার স্থপতি খন্দকার আসিফুজ্জামান, স্থপতি আহমেদ ফিরোজ উল হক, স্থপতি মোঃ শরীফুজ্জামান ও স্থপতি মোঃ শাখাওয়াত হোসাইন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক জনাব সজল চৌধুরী ও প্রভাষক জনাবা সারাহ বিনতে হক।  সেমিনারে স্থাপত্য বিভাগের প্রায় ১২০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ