আজকের শিরোনাম :

রাবির ভর্তি পরীক্ষা সোমবার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৮, ২০:২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ভর্তি পরীক্ষার সকল কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এছাড়াও ইতোমধ্যে ভর্তি পরীক্ষায় অংশ নিতে ক্যাম্পাসে আসতে শুরু করেছে ভর্তিচ্ছুরা। তবে ভর্তিচ্ছুদের মধ্যে সংশয় দেখা গেছে ভর্তি জালিয়াতি নিয়ে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের অপ্রীতিকর ঘটনা রোধ করতে কাজ করে যাচ্ছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেয়া এবং পরীক্ষায় মেধাক্রম অনুযায়ী সকল ভর্তি কার্যক্রম স্বচ্ছ। এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই।

‘‘এ নিয়ে ভর্তিচ্ছু এবং অভিভাবকদের উদ্বেগের কোনো কারণ নেই। পরীক্ষা এবং ভর্তিতে যেকোনো ধরনের জালিয়াতি ঠেকাতে কঠোর অবস্থানে থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জালিয়াতি ঠেকাতে পরীক্ষার হলে মোবাইল, ক্যালকুলেটর, ঘড়িসহ সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার এবং বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।’’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর পাঁচটি ইউনিটে দশটি গ্রুপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটে সর্বোচ্চ ৩২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ৫টি ইউনিটের অধীনে ৫৯টি বিভাগে ৪ হাজার ৭০০ টি আসনের বিপরীতে ১ লাখ ৪৭ হাজার ৭৫০ শিক্ষার্থী প্রবেশপত্র সংগ্রহ করেছে।

প্রথম দিন (২২ অক্টোবর) সকাল ৮টায় ‘সি ইউনিটের গ্রুগ-১’, সকাল ১০টায় ‘সি ইউনিটের গ্রুগ-২’, দুপুর ১২ টায় ‘ডি ইউনিটের গ্রুগ-১’, আড়াইটায় ‘ডি ইউনিটের গ্রুগ-২’ এবং বিকাল সাড়ে ৪টায় ‘বি ইউনিটের গ্রুগ-১’ গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় দিন (২৩ অক্টোবর) সকাল ৮টায় ‘বি ইউনিটের গ্রুগ-২’, সকাল ১০টায় ‘ই ইউনিটের গ্রুগ-১’, দুপুর ১২টায় ‘ই ইউনিটের গ্রুগ-২’, আড়াইটায় ‘এ ইউনিটের গ্রুগ-১’ এবং বিকাল সাড়ে ৪টায় ‘এ ইউনিটের গ্রুগ-২’ এর পরীক্ষার মধ্যদিয়ে শেষ হবে এ বছরের ভর্তি পরীক্ষা।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ