আজকের শিরোনাম :

ইবিতে মাগুরা জেলা কল্যাণের আহবায়ক কমিটি গঠন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৮, ১৭:৫২

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাগুরা জেলা কল্যান সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

বাংলা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মৌসুমী মৌকে আহবায়ক করে এ কমিটি গঠিত হয়েছে। আগামী দুই মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাকি বিল্লাহ বিকুল ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বার্তায় মাগুরা জেলা কল্যান সমিতির আহবায়ক কমিটির নাম ঘোষণা করা হয়েছে।

 কমিটির অন্যান্য সদস্যরা হলেন লোক প্রশাসন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর আহমেদ সাগর,

 ব্যবস্থাপনা বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: কাইজার হোসেন রাজন, বাংলা বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনিকা মোফাজ্জেল প্রেরনা, আইন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খন্দকার রেদওয়ান তুর্য,

ব্যবস্থাপনা বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজী বিল্লাল হোসেন, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া খাতুন, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুন্সী তানভীর হোসেন রানা।

কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন মইনুল ইসলাম নাঈম। এছাড়াও এতে সদস্য হিসেবে বায়োটেনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পলাশ বোস, আইন বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুন আফসানা নাসিম টুম্পা, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বীর আলম চৌধুরী,

অর্থনীতি বিভাগের ১৫-১৬ শিক্ষবর্ষের শিক্ষার্থী মো: ওমর সানী শেখ, অর্থনীতি বিভাগের ১৬-১৭ শিক্ষবর্ষের শিক্ষার্থী তাজনুর আহমেদ অন্তু, আইন বিভাগের ১৬-১৭ শিক্ষবর্ষের শিক্ষার্থী সোহেল রানা, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ১৬-১৭ শিক্ষবর্ষের শিক্ষার্থী মো: আব্দুর রশীদ,

লোক প্রশাসন বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুনতাহিনা জান্নাত, সোস্যাল ওয়েলফেয়ার বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফরিন জাহান রিমা, সোস্যাল ওয়েলফেয়ার বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাইমা তাসনিম প্রমুখ রয়েছেন।

 

এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ