আজকের শিরোনাম :

সাবেক ছাত্রলীগের আন্দোলন

ইবিতে চাকুরীর দাবিতে ২দফায় প্রধান ফটক অবরোধ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০১৮, ১৮:৩৫

ইবি (কুষ্টিয়া), ৬মে, এবিনিউজ : চাকুরীর দাবিতে দুই দফায় ক্যাম্পাসের প্রধান ফটক অবরোধ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা।

আজ রবিবার বেলা ২টা ও বিকেল ৪টার দিকে এ কর্মসূচি পালন করে তারা। এতে প্রায় দুই ঘন্টা ক্যাম্পাসের বাস চলাচল বন্ধ থাকে।

জানা গেছে, কর্মকর্তা-কর্মচারী পদে চাকুরীর দাবীতে রোববার সকাল থেকেই ইবি শাখা ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিতে দেখা যায়। পরে হঠাৎ দুইটার বাস ক্যাম্পাস ছেড়ে যাওয়ার সময় তারা প্রধান ফটক অবরোধ করে।

এতে ক্যাম্পাসের প্রায় অর্ধশত বাস আটকা পড়ে। ফলে সাধারণ শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে দেখা যায়। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সাথে আলোচনা করে অবরোধ তুলে নেয় তারা।

পরে তিনটার দিকে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাথে সাক্ষাত করলে উপাচার্য তাদের আবেদন নাকচ করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে পুনরায় বিকেল ৪টার বাস চলাচল বন্ধ করে দেয় তারা। এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদেরও আন্দোলনে অংশ নিতে দেখা যায়।

এ দিকে অবরোধের কারণে প্রায় দেড় ঘন্টা বাস চলাচল বন্ধ থাকে। ফলে প্রায় তিন হাজার শহরগামী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী ভোগান্তীতে পড়ে। পরে কর্তৃপক্ষের সাথে আলোচনার আশ্বাস পেয়ে তারা অবরোধ তুলে নেন।

আন্দোলনকারীরা জানায়, ‘আমরা দীর্ঘদিন ছাত্রলীগ করে আসছি। অনেক ত্যাগ করেছি ছাত্রলীগের জন্য। আমরা একটা চাকুরির দাবি করতেই পারি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘ঘটনা শোনা মাত্রই প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি।

সমস্যা সমাধানে আলোচনা চলছে।’

এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/নির্মল

এই বিভাগের আরো সংবাদ