আজকের শিরোনাম :

পরীক্ষা বর্জন কর্মসূচি স্থগিত, অব্যাহত থাকবে ক্লাস বর্জন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০১৮, ১৪:২২

ঢাকা, ১৯ মে, এবিনিউজ : পবিত্র মাহে রমজান ও সেশন জটের কথা চিন্তা করে পরীক্ষা বর্জন কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। তবে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে।

কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ ঘোষণা দেওয়া হয়।

এ সময় পরিষদের যুগ্ম আহ্বায়ক নূরুল হক নূর ঢাবির উপাচার্য ও প্রক্টর ‘গুজবের মহানায়ক’ বলে উল্লেখ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গত ১০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের অনাকাঙ্ক্ষিত ঘটনায় উপাচায ও প্রক্টর সেই সময়ে হল শাখা ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেন। কিন্তু কী অদৃশ্য কারণে জানি না রাতের বেলা যে কথা বলেছেন সকাল বেলা উপাচার্য ও প্রক্টর স্যার তাদের কথা ঘুরিয়ে নিলেন। না, এশা এটা করেননি। বরং আমরা দেখতে পাচ্ছি যে, আরো ২৫ জন ছাত্রীকে এশাকে হেনস্তার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’

‘কারণ, ঘটনার দিন রাতে ঘটনার পর পরই ঢাবি ভিসি ও প্রক্টর গণমাধ্যমে বিষয়টি স্বীকার করে  বলেছিলেন, এশা যে দোষী তা তারা প্রমাণ পেয়েছেন। সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাহলে সেদিন সত্য তথ্য উদঘাটন না করে কিসের ভিত্তিতে বহিষ্কার করেছিলেন। নাকি কোনো প্রভাবশালী গোষ্ঠীর চাপে বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছেন। তা জাতির কাছে প্রশ্ন।’

আহ্বায়ক হাসান আল মামুন বলেন, ‘সারাদেশে আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর হামলা করা হচ্ছে৷ আমরা সরকারের কাছে শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি করছি৷’

মামুন আরও বলেন, ‘সুফিয়া কামাল হলে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার কারণ দর্শানোর (শোকজ)  নামে সাধারণ ও নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি না করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করা হলো।’

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ