আজকের শিরোনাম :

ইবিতে ‘আর্সেনিক ইন কোকোনাট ওয়াটার’ শীর্ষক সেমিনার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৮, ১৭:২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘আর্সেনিক ইন কোকোনাট ওয়াটার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইনভারনমেন্টাল সাইন্স এন্ড জিওগ্রাফি বিভাগের আয়োজনে আজ শনিবার (০৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের শ্রেণিকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. এস এম মোস্তাফা কামালের সভাপতিত্বে ও প্রভাষক ইফফাত আরা এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। মুল বক্তা হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুল হক।

এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মমতাজুল ইসলাম। প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. মাহবুবুর রহমান, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক ড. অশোক কুমার চক্রবর্তী, অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, অধ্যাপক ড. আতিকুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা ডাবের পানিতে আর্সেনিকের পরিমাণ ও মাত্রা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন।


এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ