আজকের শিরোনাম :

১৯ মাস পর খুলল শাবিপ্রবির আবাসিক হল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ১৫:৩৩

দীর্ঘ ১৯ মাস পর খুলেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আবাসিক হল। এ সময় নানা আয়োজনে শিক্ষার্থীদের বরণ করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ সোমবার সকালে শাহপরান হল, বঙ্গবন্ধু হল, সৈয়দ মুজতবা আলী হলসহ বিভিন্ন হলে আয়োজন করা হয় শুভ প্রত্যাবর্তন অনুষ্ঠান।

প্রতিটি হলেই ফুল, চকোলেট, মাস্ক, স্যানিটাইজারসহ নানা শিক্ষা উপকরণ দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেয় কর্তৃপক্ষ। স্বাস্থ্যবিধি মেনে চলা ও পরিচ্ছন্নতার বিষয়টি কঠোর তদারকি করা হবে।

শিক্ষার্থীরা বলেন, ১৯ মাস পর হলগুলো খুলে দেয়ায় আমাদের অনেক ভালো লাগছে। ফুল, চকোলেট, মাস্ক, স্যানিটাইজারসহ নানা শিক্ষা উপকরণ দেয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় কিছু নির্দেশনাও দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মিজানুর রহমান খান বলেন, শিক্ষার্থীদের আমরা যতটুকু সম্ভব নির্দেশনা দিয়েছি। তাদের বরণ করে নিয়েছি। আশা করি তাদের কোনো সমস্যা হবে না। এরপরও যদি তারা কোনো সমস্যার মুখোমুখী হয় তা হলে আমরা সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ