আজকের শিরোনাম :

ইবিতে গুচ্ছের অধীন ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২১, ১৮:২৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছের অধীনে অনুষ্ঠিত স্নাতক প্রথম বর্ষের মানবিক শাখার (‘বি’ ইউনিট) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রোববার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত ক্যাম্পাসস্থ ছয়টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২০-২১ শিক্ষাবর্ষের এই পরীক্ষায় ইবি কেন্দ্রে ৫ হাজার ২০জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করেন।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ভর্তি পরীক্ষার নিরাপত্তা ও শৃঙ্খলা উপ-কমিটির আহবায়ক প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর  হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান প্রমুখ।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, নির্বিঘ্নে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ক্যাম্পাসে প্রক্টরিয়াল বডি, পুলিশ, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের পাশাপাশি ভর্তিচ্ছুদের সহযোগিতায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা।

উপাচার্য বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। দ্বিতীয় দিনের পরীক্ষায়ও কোনো সমস্যা দেখা যায়নি। আশা করি, পরবর্তী পরীক্ষাগুলো ভালভাবে সম্পন্ন হবে।’


এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ