আজকের শিরোনাম :

ইবিতে বিএনসিসি’র ব্যাটালিয়ন ক্যাম্পিং উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০১৮, ১৫:২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর’র (বিএনসিসি) ব্যাটালিয়ন ক্যাম্পিং ০৪/২০১৮ এর উদ্বোধন করা হয়েছে।

 আজ মঙ্গলবার (০২ অক্টোবর)  সকাল ১০টায় ক্যাম্পাসস্থ বীরশ্রেষ্ট হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে সপ্তাহব্যাপী এই ক্যাম্পিংয়ের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।

এসময় উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য ও ২৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে: অধ্যাপক ড. শাহিনুর রহমান (বিটিএফও), কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, সুন্দরবন রেজিমেন্টের অধিনায়ক লে: কর্ণেল মো. ইমরান আজাদ, ২৪ ব্যাটালিয়নের এ্যাডজুটেন্ট মেজর মো. নাজমুল হক, ইবি বিএনসিসি সমন্বয়কারী অধ্যাপক ড. মোহা. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ থেকে শুরু হয়ে ক্যাম্পিং চলবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত। এবারের ব্যাটালিয়ন ক্যাম্পিংয়ে ২৪ নম্বর ব্যাটালিয়নের (ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া ও মাগুরা) ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৭৫ জন ক্যাডেট, ১০ জন বিটিএফও ও পিইউও এবং ২৫ জন সামরিক প্রশিক্ষক অংশগ্রহণ করছেন।


এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ