আজকের শিরোনাম :

দেড় বছর পর ক্যাম্পাসে ফিরলেন বাকৃবি শিক্ষার্থীরা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৩ | আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৩:২৮

করোনা প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) খুলে দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে বাকৃবির শ্রেণিকক্ষ খুলে দেওয়া হয়।

প্রথম দিন কৃষি, পশুপালন ও মৎস্য অনুষদের বিএসসি অনার্স লেভেল চতুর্থ সেমিস্টার ১-এর শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে প্রবেশের সময় মাস্ক পরা নিশ্চিত করা হয়। এ ছাড়া সবার হাতে স্যানিটাইজার দিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মহির উদ্দিন জানান, আজ থেকে বিএসসি অনার্স লেভেল ৪-এর এবং মাস্টার্স শিক্ষার্থীদের জন্য ক্লাস ও পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। সব কিছু সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলছে।

তিনি জানান, এর আগে গত শুক্রবার ছেলেদের নয়টি এবং মেয়েদের চারটিসহ ১৩টি ছাত্রাবাস খুলে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. লুৎফুল হাসান জানান, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে গত গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রাবাস খুলে দেওয়া হয়েছে। আজ সকাল থেকেই ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে। এরপর পর্যায়ক্রমে সব শিক্ষার্থীকে ক্লাসে ও পরীক্ষায় ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা নেওয়া হবে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ