আজকের শিরোনাম :

ইবিতে আন্ত:বিভাগ ফুটবল খেলায় মারামারি : মাথা ফাটলো শিক্ষার্থীর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২২:০৫

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) আন্ত:বিভাগ ফুটবল খেলায় মারামারির ঘটনা ঘটেছে।  এতে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।  ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ওই শিক্ষার্থীর নাম তৌহিদুর রহমান।  পরে আহত অবস্থায় তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেয়া হয়। বুধবার বেলা ১ দিকে ক্যাম্পাসের কেন্দ্রীয় ফুটবল মাঠে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বেলা ১২টার দিকে ক্যাম্পাসের ফুটবল মাঠে ইংরেজি ও ট্রিপল-ই বিভাগের ম্যাচে গোলশূন্য ড্র হলে খেলা ট্রাইবেকারে গড়ায়।  

পরে রেফারি ও কর্তৃপক্ষ মাঠের উত্তর পার্শ্বের গোলপোস্টে ট্রাইবেকারের আয়োজন করে।  ফলে ট্রাইবেকার দেখতে উভয় দলের দর্শক গোলপোস্টের চারদিকে ভিড় করে।  এসময় জায়গা ধরাকে কেন্দ্র করে ইংরেজি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের রায়হান ও তৌহিদুরের সাথে মার্কেটিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের জেভিয়ারের বাকবিতন্ডা হয়।

এসময় জেভিয়ারের সাথে ছিলো রাস্ট্রবিজ্ঞান বিভাগের আব্দুর রহিম স্বপ্ন ও দাওয়াহ বিভাগের ইমরান। বাকবিতন্ডা একপর্যায়ে মারামারিতে গড়ালে জেভিয়ারের আঘাতে তৌহিদুরের মাথা ফেটে রক্ত ঝরতে থাকে।  

পরে সহপাঠিরা তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে সেন্টারে নেয়। ঘটনা শুনে ক্ষুব্ধ হয়ে তৎক্ষনাৎ ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা ওদের ধাওয়া করলে তারা হলের দিকে পালিয়ে যায়।

বিষয়টি নিয়ে ভুক্তভোগী তৌহিদুর বলেন, ‘জায়গা ধরা নিয়ে রায়হানের সাথে ওদের কথা কাটাকাটি হচ্ছিল। এসময় আমি তাদের থামাতে গেলে ওরা আমার ওপর চড়াও হয় এবং মাথায় আঘাত করে। এতে আমার মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। আমি এই ঘটনার বিচার চেয়ে চেয়ারম্যান স্যারের কাছে লিখিত অভিযোগ করেছি।’

এদিকে এ বিষয়ে জেভিয়ার বলেন, ‘ওরা সামনে ছিল, আমরা ওদের একটু বসতে বলি। কিন্তু না বসে উল্টো আমাদের তুই-তুকারি শুরু করে। পরে একটু ধাক্কা-ধাক্কি হয়েছে। এতে আমিও আঘাত পেয়েছি।’

এবিষয়ে ইংরেজি বিভাগের সভাপতি আক্তারুল ইসলাম জিল্লু বলেন, ‘আমরা এই ঘটনার বিচার চেয়ে ইতোমধ্যে ভিসি স্যারের সাথে দেখা করেছি। শনিবার লিখিত অভিযোগ নিয়ে যাব।’

বিষয়টি নিয়ে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, ‘বর্তমান প্রশাসনের সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুন্ডামীর কোন স্থান নেই। এই ঘটনা যারা ঘটিয়েছে নিঃসন্দেহে তারা খেলাধূলা ও সংস্কৃতিচর্চার বিরোধী। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।’

এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ