আজকের শিরোনাম :

চবি’র পদার্থবিদ্যা বিভাগের সুবর্ণজয়ন্তী ২৮ ও ২৯ সেপ্টেম্বর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পদার্থবিদ্যা বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ২৮ এবং ২৯ সেপ্টেম্বর দুইব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়ে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ বুধবার দুপুর আড়াই টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পদার্থবিদ্যা বিভাগের সুবর্ণজয়ন্তীর আয়োজক কমিটির আহ্বায়ক ও পদার্থবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. ডিল আফরোজ বেগম।

তিনি বলেন, ২৮ সেপ্টেম্বর সকাল ৯ টা ৩০ মিনিটে বর্ণাঢ্য র‌্যালীর মাধ্যমে আমাদের কর্মসূচি শুরু হবে। এরপর কেক কাটার মাধ্যমে আমাদের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হবে এবং আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে আমাদের প্রথম দিনের প্রথম অধিবেশন শেষ হবে।

১ম দিন দ্বিতীয় অধিবেশন শুরু হবে সেমিনার দিয়ে এরপর এ বিভাগ থেকে যারা অবসরপ্রাপ্ত হয়েছেন, তাদের সম্মাননা এবং সাস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম দিন শেষ হবে।
দ্বিতীয় দিন প্রথম অধিবেশন শুরু হবে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ দিয়ে।

এরপর জাতীয় অধ্যাপক ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী’র গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন। এরপর সাস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র এর মাধ্যমে দুইদিন ব্যাপী অনুষ্ঠান শেষ হবে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন, জাতীয় অধ্যাপক ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী, চবি’র উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর, ড. অরুণ কুমার বসাক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ এবং ন্যানো স্যাটেলাইট উপদেষ্টা ড. মোঃ খলিলুর রহমান।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই বছর পর ১৯৬৮ সালে মাত্র ১২ জন শিক্ষার্থী নিয়ে শুরু হয় এ বিভাগ। বর্তমানে এ বিভাগে ৬২০ শিক্ষার্থী ৩২ জন শিক্ষক ও ৩০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে।

এ অনুষ্ঠানে ১ হাজার ১৩ জন উক্ত বিভাগের প্রাক্তন শিক্ষার্থী তাদের পরিবার-পরিজন নিয়ে অংশগ্রহন করবে। তাদের থাকার জন্য যাবতীয় হোটেল ভাড়া ও ৫ টি বাস ও ট্রেনে দুইটি বগি ব্যবস্থা করা হয়েছে। শৃঙ্খলার ব্যাপারে চবি প্রক্টর আলী আজগর চৌধুরী সর্বোচ্চ আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।

আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন, চবি পদার্থবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. দিল আফরোজ বেগম ও সদস্য-সচিব হিসেবে রয়েছেন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান। আয়োজক কমিটির প্রেস মিডিয়া ও প্রকাশনা বিষয়ক আহ্বায়ক হিসেবে রয়েছেন, প্রফেসর ড. একেএম মাইনুল হক মিয়াজী।
 

এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ