আজকের শিরোনাম :

জবির ‘ইউনিট-১’-এর ভর্তি পরীক্ষা ২৯ সেপ্টেম্বর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪৫

জগনাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি স্নাতক (সম্মান)শ্রেণির ‘ইউনিট-১’ (বিজ্ঞান শাখা)-এর ভর্তি পরীক্ষা দু’টি শিফটে (সকাল ও বিকাল) তিনটি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। 

আজ মঙ্গলবার (২৫ সেপ্টেম্ব) দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এবার ‘ইউনিট-১’-এর ৮২৫টি আসনের বিপরীতে ২৬,৪০৫ জন শিক্ষার্থী লিখিত ভর্তি পরীক্ষার জন্য মনোনিত হয়েছে।

সকালের শিফটে (সকাল ১০.০০টা ১১.৩০টা পর্যন্ত) ভর্তি পরীক্ষায় ১৩,২৪১ জন (এরমধ্যে জগনাথ বিশ্ববিদ্যালয় + প্রোগোজ ল্যাবরটরি স্কুল অ্যান্ড কলজে- ১১,১৮৭জন, কলজিয়ট স্কুলে (সদরঘাট)- ৮০০জন,  বাংলাবাজার সরকারি বালিকা উচ বিদ্যালয়- ১২৫৪ জন) এবং বিকাল শিফটের (বিকাল ৩.৩০টা থেকে ৫.০০টা পর্যন্ত) ভর্তি পরীক্ষায় ১৩,১৬৪ জন (এরমধ্য জগনাথ বিশ্ববিদ্যালয় + প্রোগোজ ল্যাবরটরি স্কুল অ্যান্ড কলজে- ১১,১৮৭ জন, কলজিয়ট স্কুলে (সদরঘাট)- ৭৯৯ জন + বাংলাবাজার সরকারি বালিকা উচ বিদ্যালয়- ১,১৭৮ জন) শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

উল্লখ্য, পরীক্ষার্থীকে প্রিন্টকৃত প্রবেশপত্র অবশ্যই সঙ্গ আনতে হব। আসন বিন্যাস ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি জগনাথ বিশ্ববিদ্যালয়র ওয়েব সাইটে(jnu.ac.bd) এ পাওয়া যাবে। এছাড়াও সফলভাবে আবেদনকৃত পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও আসন বিন্যাস আবেদনকারীর মোবাইল নাম্বার এ জানানো হবে।

এবিএন/মোস্তাকিম ফারুকী/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ