আজকের শিরোনাম :

ইবির পুকুরে ৩’শ কেজি মাছের পোনা অবমুক্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১৬

‘স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে তিন’শ কেজি মাছের পোনা অবমুক্তকরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্তৃপক্ষ। 

আজ (২৪ সেপ্টেম্বর) সোমবার বেলা ১২টার দিকে বঙ্গবন্ধু হলের পুকুরে পোনা অবমুক্তকরণের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

সূত্র জানায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবেদনের প্রেক্ষিতে ২০১৮-১৯ অর্থ বছওে রাজস্ব খাতের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করেন কুষ্টিয়া সদর উপজেলা মৎস্য দপ্তর। এ উপলক্ষে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পুকুর এবং ক্যাম্পাস্থ মফিজ লেকে ৩০০ কেজি রুই, কাতলা, মৃগেল ও কালবাউস প্রভৃতি মাছের পোনা অবমুক্তকরণ করেন।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আলিমুজ্জামান (টুটুল), এস্টেট অফিসের উপ-রেজিস্ট্রার মোয়াজ্জেম হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম কিবরিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ, ফিল্ড এ্যাসিসটেন্ট শিরিন নাহার, ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম প্রমুখ।
 

এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ