আজকের শিরোনাম :

করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন বাকৃবি অধ্যাপক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২১, ১৩:০৫

কোভিডের পর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আজহারুল হক তপু মারা গেছেন।

বিশ্ববিদ্যারয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক দীন মোহাম্মদ দীনু জানান, মঙ্গলবার রাত ১১টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

আজহারুল বিশ্ববিদ্যারয়ের পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক, শহীদ জামাল হোসেন হলের প্রভোস্ট ও প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

দীন মোহাম্মদ বলেন, আজহারুলের প্রথমে কোভিড ধরা পড়েছিল। বাসায় তার চিকিৎসা চলছিল। এরই মধ্যে গত ২৮ জুলাই ডেঙ্গুতে আক্রান্ত হন তিনি। তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার ফুসফুসের প্রায় ৭৫ শতাংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় পরে। সেখানেই চিকিৎসাধীন তিনি মারা যান।

আজহারুল ১৯৯৭ সালে প্রভাষক হিসেবে যোগ দেওয়ার পর ২০১০ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ