আজকের শিরোনাম :

এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট নিয়ে নতুন সিদ্ধান্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ২০:৫৫

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক প্রফেসর মো. আমির হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে গত ১৫ জুলাই ২০২১ তারিখে জারিকৃত পত্রে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রদত্ত ১ম চার সপ্তাহ এবং ২য় চার সপ্তাহের অ্যাসাইনমেন্ট গ্রহণ ও জমাদান কার্যক্রম মনিটরিং এর জন্য নির্দেশ প্রদান করা হয়েছিল।

কিন্তু চলমান করোনা পরিস্থিতির অবনতির কারণে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের লক্ষ্যে এবং কলেজ ও প্রশাসন শাখার সূত্রোক্ত স্থগিতাদেশ বিবেচনায় এনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২২ এর পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনার মনিটরিং কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চলের সব আঞ্চলিক পরিচালকদের এ নির্দেশনা পাঠানো হয়।

এছাড়া, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক, সকল সরকারি ও বেসরকারি উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা পাঠানো হয়।
 

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ