আজকের শিরোনাম :

চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে

স্থানীয়দের সাথে জবি ছাত্রদের ধাওয়া-পাল্টা ধাওয়া

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:২৪

চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে স্থানীয়দের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

১৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় পুরান ঢাকার লক্ষীবাজারে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জবি ছাত্র, আরাফাত এবিনিউজ টোয়েন্টিফোর উটকমকে বলেন, আমরা কয়েকজন বন্ধু মিলে চা খাচ্ছিলাম। এসময় স্থানীয় কয়েক জন এসে আমাদের পরিচয় জানতে চায় এবং এখান থেকে উঠে যেতে বলে। তখনই আমাদের সাথে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে আমাদের উপর হামলা করে, হামলায় ফয়সাল, মাহিম,ছোয়াদ গুরুত্বর আহত হয়। আহতদের প্রথমে মিডফোর্ড হাপাতালে পরে সুমনা হসপিটালে ভর্তি করা হয়।

এই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে জবি শিক্ষার্থীরা একত্রিত হয়ে এলাকায় ঢুকে পড়ে। এসময় দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। এসময় স্থানীয় কয়েকটি দোকানসহ একটি সিএনজি গাড়ি ভাংচুরে ঘটনা ঘটে।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দীন এবিনিউজ টোয়েন্টিফোর উটকমকে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ধাওয়ার ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বিষয়টি নিয়ে আগমীকাল বসে সমাধান করব।

এ বিষয়ে জবি প্রক্টর নূর মোহাম্মদ এবিনিউজ টোয়েন্টিফোর উটকমকে বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত না। এখনো কেউ আমাকে জানায় নি। 

এবিএন/মাইকেল/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ