আজকের শিরোনাম :

‘প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত শান্তি পূর্ণ আন্দোলন চলবে’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২২

কোটা বাতিলের সুপারিশ কে ইতিবাচক হিসেবে দেখলেও, প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত শান্তি পূর্ণ আন্দোলন চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন।

সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলন এসব কথা বলেন তারা।

কোটা সংস্কার আন্দোলনকারীদের এই মঞ্চ থেকে বলা হয়, আমাদের দাবি ছিলো কোটা সংস্কার, বাতিল নয়।  নবম থেকে ১৩ তম গ্রেড বাতিলকে আমরা সাধুবাদ জানাই।  বাকি গ্রেডে আমাদের দাবির আলোকে যৌক্তিক ও সহনীয় সংস্কার চাই।

এসময় তারা বলেন, আমরা আর ফাইল চালাচালিতে বিশ্বাস রাখতে পারছি না। দ্রুত প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত শান্তি পূর্ণ আন্দোলন চালানোর ডাক দেন তারা। আগামীকাল ১১ টায় সারা বাংলাদেশ সকল শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি পূর্ণ আন্দোলন চালানোর আহ্বান জানান।

বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন বলেন, আমাদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।  আমাদের উপর হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে  বলে দাবি জানান তারা।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক ও অন্যান্য শিক্ষার্থীরা।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ