আজকের শিরোনাম :

শিক্ষার্থীদের টিকা নিশ্চিতের পর খুলবে কলেজ-বিশ্ববিদ্যালয়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২১, ১৭:৫৬

সংক্রমণ কমে এলে শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করে কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ সোমবার (১৭ই মে) দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব। এ সময় তিনি আরও জানান, ইতিমধ্যে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোর সংস্কার কাজ শুরু হয়েছে। সংস্কার শেষে যত তাড়াতাড়ি সম্ভব সুবিধাজনক সময়ে টিকা নিশ্চিত করার পরই কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়া হবে।

তিনি আরও বলেন, 'ভারতের করোনা পরিস্থিতি বিবেচনা করে এক সপ্তাহ পর বিধিনিষেধ বাড়া-কমার সিদ্ধান্ত হবে।'

মন্ত্রিপরিষদ সচিব জানান, জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তার দায়িত্ব এসএসএফকে দিয়ে বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে জাতির পিতার দুই কন্যা, তাদের সন্তান, সন্তানদের স্বামী বা স্ত্রী ও তাদের সন্তানদের নিরাপত্তা বিধান করবে এসএসএফ।

সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, বাংলাদেশিদের গড় মাথাপিছু আয় চলতি অর্থ বছরে ৯ শতাংশ বেড়েছে। আগে মাথাপিছু আয় ছিলো ২ হাজার ৬৪ ডলার। নতুন আয় ২ হাজার ২২৭ ডলার। এই সময়ের মধ্যে জিডিপিও বেড়েছে।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ