আজকের শিরোনাম :

শিক্ষাকে বাণিজ্যিকভাবে ব্যবহার না করার নির্দেশ শিক্ষমন্ত্রীর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২১ | আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩৭

শিক্ষাকে বাণিজ্যিক ভাবে কেউ ব্যাবহার করবেন না। যারা শর্ত মেনে শিক্ষা প্রতিষ্ঠান চালাবে তারাই টিকে থাকবে। এমন সব মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর খুলশীস্থ পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি। এসময় মন্ত্রী আরো বলেন, নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা রুপে গড়ে তুলতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরল আনোয়ারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা এ কে এম এনামুল হক শামীম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাষ্ট্রির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।


এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ