আজকের শিরোনাম :

কুবিতে আইকিউএসি'র তিনদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২১, ১৯:২৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)  কলা ও মানবিক অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ, প্রকৌশল অনুষদ ও আইন অনুষদভুক্ত সকল বিভাগের শিক্ষকদের নিয়ে  'Bloom's Taxonomy: How to Develop Curriculum and Set Questions'' শীর্ষক তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।

আজ সোমবার (১ মার্চ ২০২১) বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।

মার্কেটিং বিভাগের প্রভাষক মাহফুজুর রহমানের সঞ্চালনায় ও আইকিউএসি'র পরিচালক প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেবের সভাপতিত্বে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড.  এমরান কবির চৌধুরী বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় জ্ঞান সৃষ্টির জায়গা, সুন্দর পদ্ধতিতে জ্ঞান আহরনে এই সেমিনারগুলো খুব প্রয়োজন।'

এছাড়া কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান ও রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম. মনিরুজ্জামান।
 

এবিএন/শিহাব উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ