আজকের শিরোনাম :

চবির ক্লাস-পরিক্ষা ও একাডেমিক কার্যক্রম শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০১৮, ২১:০০

পবিত্র ঈদুল আযহার ৮ দিন বন্ধের পর আজ বুধবার (২৯ আগস্ট) খুলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।  সেই সাথে বুধবার (২৯ আগস্ট) থেকেঅনুষ্ঠিত হয়েছে ক্লাস ও বিভিন্ন বিভাগের পূর্ব নির্ধারিত পরিক্ষা।  চবির শাটল ও ডেমু ট্রেনও চলাচল করছে পূর্বের সময়সূচী অনুযায়ী।  

বিষয়টি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্টার এস এম আকবর হোছাইন নিশ্চিত করেন।  তিনি বলেন, ঈদুল আযহার ছুটি শেষে বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে।  তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে গত ২৭ আগস্ট সোমবার থেকে। 

এদিকে ছুটি শেষ হওয়ায় আবাসিক হলগুলোতে ফিরতে শুরু করেছে ঈদে বাড়ি যাওয়া শিক্ষার্থীরা।  ফলে ধীরে ধীরে স্বরুপে ফিরছে প্রাণের ক্যাম্পাস।  ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে শিক্ষার্থীদের পদচারণাও লক্ষ্য করা যাচ্ছে। 

এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, টিউশনির কারণে বিশ্ববিদ্যালয় ছুটি শেষ না হওয়ার পূর্বেই পরিবারের বন্ধন ছিন্ন করে গত ২৬ আগস্ট (রবিবার) ক্যাম্পাসে আসতে হয়েছে।  আরও কিছুদিন থাকার ইচ্ছা থাকলে ক্লাস-টিউশনির কারণে থাকা সম্ভব হয়নি।

এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ