আজকের শিরোনাম :

পথচারীদের জন্য জেব্রা ক্রসিং করলো ছাত্রলীগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০১৮, ১৫:১৪ | আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১৯:০৫

প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় অকালে ঝরে পড়ছে অনেক তাজা প্রাণ। সম্প্রতি নিরাপদ সড়কের দাবিতে সারাদেশব্যাপী স্কুল শিক্ষার্থীরা জোর আন্দালন করে। এবার নিরাপদ সড়কের লক্ষে সাধারণ পথচারীদের জন্য জেব্রা ক্রসিং অঙ্কন করলো সরকারি কবি নজরুল কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

গতকাল ২৮ আগস্ট (মঙ্গলবার) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর পুরান ঢাকার শাখারী পট্টির চৌরাস্তার মোড়ে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল ইসলামের নেতৃত্বে জেব্রা ক্রসিং অঙ্কনের কাজ শুরু করে নেতাকর্মীরা। ভোর ৪টার দিকে অঙ্কন কাজ শেষ হয়।

এ বিষয়ে কবি নজরুল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল ইসলাম এবিনিউজকে জানান, ঈদের আগেই বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ঘোষণা দিয়েছিলেন, নিরাপদ সড়কের দাবিতে কাজ করবে বাংলাদেশ ছাত্রলীগ। সে লক্ষ্যেই কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে আমোদের এ ক্ষুদ্র প্রয়াস।

তিনি বলেন, শুধুমাত্র জেব্র ক্রসিং অঙ্কন নয়, আমরা এরপর সাধারণ পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করবো। বাংলাদেশ ছাত্রলীগকে ইতিবাচক ধারায় ফিরিয়ে আনতে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত।

নাজমুল এসময় আরো বলেন, বাংলাদেশের ইতিহাসের সাথে ছাত্রলীগের নাম ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং সাধারণ মানুষের দুয়ারে যেয়ে সরকারের ইতিবাচক কর্মকাণ্ড প্রচার করাও আমাদের অন্যতম লক্ষ্য। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করবে বাংলাদেশ ছাত্রলীগ।

এসময় ছাত্রলীগের মহতী এ উদ্যোগকে স্বাগত জানান আশপাশের পথচারীরা। তবে দুর্ঘটনা প্রতিরোধে শুধু জেব্রা ক্রসিং সমাধান নয়, প্রয়োজন সচেতনতা। এবার সে লক্ষেই কাজ করবে ছাত্রলীগ।

এবিএন/মাইকেল/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ