আজকের শিরোনাম :

অধ্যাপক ড. তসলিম সাজ্জাদ মল্লিক-এর মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২১, ১৬:৫১

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. তসলিম সাজ্জাদ মল্লিক-এর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

আজ (২৭ জানুয়ারি) ২০২১ বুধবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. তসলিম সাজ্জাদ মল্লিক ছিলেন একজন জৈব-পরিসংখ্যান বিশেষজ্ঞ ও গবেষক। বিভাগীয় শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়। অসময়ে তাঁর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের এক অপূরণীয় ক্ষতি সাধিত হল। পরিসংখ্যান শিক্ষা প্রসার ও গবেষণায় অসামান্য অবদানের জন্য গুণী এই পরিসংখ্যানবিদ স্মরণীয় হয়ে থাকবেন। অধ্যাপক ড. তসলিম সাজ্জাদ মল্লিকের পিতা অধ্যাপক শাহাদাৎ আলি মল্লিকও ঢাকা বিশ^বিদ্যালয় পরিসংখ্যান বিভাগের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট পরিসংখ্যানবিদ।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, অধ্যাপক ড. তসলিম সাজ্জাদ মল্লিক আজ ২৭ জানুয়ারি ২০২১ বুধবার ঢাকার মিরপুরে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর।
 

এবিএন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ