আজকের শিরোনাম :

৭ ডিসেম্বর বিএড কোর্সে ভর্তির সময় শেষ হচ্ছে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২০, ১৯:০০

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত দেশের বেসরকারি টিচার্স ট্রেনিং (টিটি) কলেজগুলোতে ২০২১ শিক্ষাবর্ষের বিএড কোর্সে ভর্তির সময় শেষ হচ্ছে আগামী ৭ ডিসেম্বর। 

বুধবার (২ ডিসেম্বর) ধানমন্ডি ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজের অধ্যক্ষ ও বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নজরুল ইসলাম খান এই তথ‌্য জানান।

শিক্ষক সমিতির সভাপতি বলেন, ‘বেসরকারি টিটি কলেজে বিএড ডিগ্রি কোর্সে ভর্তি কার্যক্রম চলছে। অনলাইনে মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন ফি ৩০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদন সম্পন্ন করে স্ব-স্ব কলেজে গিয়ে ভর্তি হতে পারবেন। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।’

৩৭টি লাল তালিকাভুক্ত টিটি কলেজে ভর্তি না হতে পরামর্শ দিয়ে ড. নজরুল ইসলাম খান বলেন, ‘বিএড কোর্সে ভর্তির আগে চিহ্নিত এসব কলেজে ভর্তি হলে নানাভাবে হয়রানি হতে হবে। এমপিওভুক্ত শিক্ষক ও উচ্চতর বিএড স্কেল পেতে মানসম্পন্ন বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড প্রশিক্ষণ গ্রহণ করলে সেই সনদ গ্রহণযোগ্য হবে।’ তিনি আরও বলেন, ‘মানসম্মত কলেজগুলোতে যেন প্রশিক্ষণার্থীরা ভর্তি হতে পারেন, বিতর্কিত প্রতিষ্ঠানে যেন কেউ ভর্তি হয়ে বিপদে না পড়েন, সে কারণেই প্রশিক্ষণার্থীদের সচেতন থাকার পরামর্শ দিচ্ছি।’

যেসব কলেজে ভর্তি হওয়া যাবে 
রাজধানীর শ্যামলী এলাকার খানবাহাদুর আহসান উল্লাহ টিচার্স ট্রেনিং কলেজ, ধানমন্ডির ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজ, খিলক্ষেত নিকুঞ্জ এলাকার ন্যাশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, উত্তরার ৫ নম্বর সেক্টরের আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকার নবাবগঞ্জের হাশেম উদ্দীন বিএড কলেজ, নারায়ণগঞ্জের ফাতিমা রহমান টিচার্স ট্রেনিং কলেজ, চান্দনা এলকার গাজীপুর টিচার্স ট্রেনিং কলেজ, গোপালগঞ্জের এম এ রউফ শিক্ষক প্রশিক্ষণ কলেজ, ফরিদপুরের সানফ্লাওয়ার টিচার্স ট্রেনিং কলেজ, রাজবাড়ি টিচার্স ট্রেনিং কলেজ, টাঙ্গাইল টিচার্স ট্রেনিং কলেজ, চরমারিয়া এলাকার কিশোরগঞ্জ টিচার্স ট্রেনিং কলেজ, ময়মনসিংহ মুক্তাগাছার টিচার্স এডুকেশন কমপ্লেক্স, মাইজদীকোর্ট এলাকার নোয়াখালী টিচার্স ট্রেনিং কলেজ, লক্ষীপুর টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহীর কাজলা এলাকার উত্তরবঙ্গ শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়, দিনাজপুরের পার্বতীপুর বিএড কলেজ, ঢাকার লক্ষ্মীবাজার এলাকার ভিক্টোরিয়া টিচার্স ট্রেনিং কলেজ এবং বরগুনার লালমিয়া টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহীর হেতেম খাঁ এলাকার আদর্শ শিক্ষক প্রশিক্ষণ কলেজ।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ