আজকের শিরোনাম :

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি : নোবিপ্রবির দুই শিক্ষার্থী বহিষ্কার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২০, ২২:০৩

মহানবী হজরত মুহম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বরখাস্ত হওয়া দুই শিক্ষার্থী হলেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের (ইএসডিএম) বিভাগের প্রতীক মজুমদার এবং ফার্মেসি বিভাগের দীপ্ত পাল। প্রতীকের বাড়ি নোয়াখালী জেলার মাইজদীর উকিলপাড়ায় এবং দীপ্ত পালের বাড়ি শ্রীমঙ্গলের সবুজবাগ আবাসিক এলাকায়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আবুল হোসেন স্বাক্ষরিত নোটিশে আজ এ আদেশ দেন।

কর্তৃপক্ষের আদেশক্রমে শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মহানবী হজরত মুহম্মদ (সা.) ও ধর্মকে নিয়ে কটূক্তি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় নোবিপ্রবিতে অধ্যয়নরত ওই দুই শিক্ষার্থীকে অস্থায়ী বহিষ্কার এবং তাঁদের হলের সিট বাতিল করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড ওই দুই শিক্ষার্থীকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এবং তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ২ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আবুল হোসেনকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ