আজকের শিরোনাম :

পরিকল্পনামন্ত্রী'র বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে কুবি শিক্ষার্থীরা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০১৮, ২০:৫৫

কুবি, ০৮ আগস্ট, এবিনিউজ : কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে (কুবি) বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার প্রচেষ্টা চলছে এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১৫টি সংগঠনের জোট 'সম্মিলিত সাংগঠনিক জোট, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’র পক্ষে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংগঠনের প্রধানদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে, কুমিল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিব্রত ও উদ্বিগ্ন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় অস্তিত্বের নাম। বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত কোনোভাবেই সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মেনে নেবে না।'

প্রসঙ্গত, গত রবিবার (৫আগস্ট) কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে উন্নয়ন প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে কুবিকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার প্রচেষ্টা চলছে মর্মে বক্তব্য রেখেছিলেন।

এবিএন/নাহিদ ইকবাল/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ