আজকের শিরোনাম :

বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ আইনের খসড়ার নীতিগত অনুমোদন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৩

বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজগুলো আইনের আওতায় আনতে নতুন আইন মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন-২০২০’ খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে এ সভায় সভাপতিত্ব করেন।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম নতুন এ আইনের বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘দেশে বর্তমানে ৭০টি বেসরকারি মেডিকেল কলেজ ও ২৬টি বেসরকারি ডেন্টাল কলেজ রয়েছে। এগুলো একটি নীতিমালার আলোকে চলছে।’

নতুন আইন অনুযায়ী, কেউ বেসরকারি মেডিকেল কলেজ খুলতে চাইলে কমপক্ষে ৫০ জন ছাত্রছাত্রী লাগবে। নিজস্ব স্থায়ী ক্যাম্পাস থাকতে হবে। প্রতি ১০ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক প্রয়োজন হবে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ মন্ত্রিসভায় এ নতুন আইনের খসড়া উপস্থাপন করে।

এ ছাড়া আজকের মন্ত্রিসভার বৈঠকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তাদের পদক্ষেপ ও কর্মপরিকল্পনা তুলে ধরে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ